ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত আমির বাবুনগরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত আমির বাবুনগরী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি মন্ত্রীর ধানমণ্ডির বাসায় প্রবেশ করেন।

তখন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তার সঙ্গে ছিলেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

হেফজাতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী বাংলানিউজকে বলেন, আমি শুনেছি ওনারা মন্ত্রীর বাসায় যাবেন। তবে কখন গিয়েছেন তা জানি না।

হেফাজত সূত্র জানায়, ঈদুল আজহার আগে হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের মুক্তি চাইতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তিনি।

কঠোর বিধিনিষের মধ্যেই সোমবার সকালে চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন হেফাজতের আমির।

হেফাজতের আমির চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন কি না জানতে চাইলে, মহিউদ্দিন রব্বানী বলেন, জি ওনারা ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।