ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

উপকূলীয় জনগণকে নিরাপদে সরানোর আহ্বান বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ২৫, ২০২১
উপকূলীয় জনগণকে নিরাপদে সরানোর আহ্বান বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষিরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস হতে পারে।

এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তিনি ওইসব এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে আসার আহ্বান জানান। সেসঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি সর্তক থাকা ও উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার জন্য আহ্বান জানান।  

মির্জা ফখরুল স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৫, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।