ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক, সুমন সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২৫, ২০২১
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক, সুমন সম্পাদক

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

   

কমিটিতে এসএম আশিকুর রহমান আশিককে সভাপতি ও মো. সুমন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া হাসিম উদ্দিন হিমেল ও ফজলে রাব্বী শাওনকে সহ-সভাপতি, কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আগের কমিটির যুগ্ম-সম্পাদক আসিফ শাহবাজ খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।