ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

২ বছরের মধ্যে মেয়রের নেতৃত্বে উন্নয়ন কাজ সম্পন্ন হবে: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২২, ২০২১
২ বছরের মধ্যে মেয়রের নেতৃত্বে উন্নয়ন কাজ সম্পন্ন হবে: বাবলা ...

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারমান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিগত ৭ বছরে শ্যামপুর-কদমতলী নির্বাচনী এলাকায় প্রায় ১৬ থেকে ১৭শ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের মাধ্যমে অত্র এলাকার অবশিষ্ট উন্নয়ন কাজগুলো আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।

 

শনিবার (২২ মে) দুপুরে কদমতলী শিল্প এলাকার ১ নম্বর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

এসময় আরও বক্তব্য রাখেন ডিএসসিসির ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সাইজুল, ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহিদা বেগম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, তাজুল ইসলাম তাজু ও জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ২২, ২০২১
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।