ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে জাপা নেতাদের পদত্যাগের হিড়িক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১০, ২০২১
সৈয়দপুরে জাপা নেতাদের পদত্যাগের হিড়িক

নীলফামারী: জাতীয় পার্টি (এরশাদ) সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ-সংগঠনের ১১ জন হেভিওয়েট নেতা পদত্যাগ করেছেন।  

সোমবার (১০ মে) এ পদত্যাগের খবর এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

ওইসব নেতা তাদের পদত্যাগের আবেদন জাপা নীলফামারী জেলা শাখার আহ্বাক বরাবর পাঠিয়েছেন।

দলীয় পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদনকারীরা হলেন- জাপা সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক ও যুগ্ম আহ্বায়ক ডা. সুরত আলী বাবু, সৈয়দপুর পৌর কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন অরুন ও রাকিব খান।

জাতীয় যুব সংহতির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি রওশন মাহানামা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (ভুট্টু)।

জাতীয় স্বেচ্ছাসেবক পাটি সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিউল আলম (সুজন), জাতীয় স্বেচ্ছাসেবক পাটি সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক খোরশেদ আলম ও সদস্য সচিব মনোয়ার হোসেন মুকুল চৌধুরী এবং জাতীয় শ্রমিক পার্টি সৈয়দপুর পৌর কমিটির আহ্বায়ক মনসুর আলী।

জাপা নীলফামারী জেলা শাখার আহ্বায়ক বরাবরে পাঠানো চিঠিতে পদত্যাগের কারণ হিসাবে তারা ব্যক্তিগত ব্যস্ততা, নানাবিধ সমস্যা-সংকট ও দলীয় হাইকমাণ্ডের বিতর্কিত কারণে দলীয় পদ-পদবি পরিচালনা অসম্ভবের কথা উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।