ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১০, ২০২১
সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বাবলা

ঢাকা: পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।  

সোমবার (১০ মে) রাজধানীর জুরাইন এলাকায় তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

গত পাঁচ দিন ধরে মিরহাজীবাগ, জুরাইন, বড়ইতলা, ঢাকা ম্যাচ, মুন্সিবাড়িসহ বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সৈয়দ আবু হোসেন বাবলাসহ জাতীয় পার্টির নেতারা এসব খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেন।

এসব কর্মসূচিতে অংশ নিয়ে বাবলা বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরর্দশী নেতৃত্বের কারণে বিশ্ব মহামারি করানোর প্রথম ও দ্বিতীয় ঢেউ আমরা অনেকটা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই মহামারির মধ্যেও বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বাবলা বলেন, প্রধান বিরোধীদল হিসেবে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে আমাদের দলীয় সব সংসদ সদস্য ও সামর্থ্যবান নেতারাও এই মহামারি ও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে স্ব স্ব এলাকায় সমাজের সব সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এ সময় বাবলা সব ভেদাভেদ ও দলীয় মতভেদ ভুলে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল ও সমাজের বিত্তশালীদের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়নোর আহ্বান জানান।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রায় সাত শতাধিক নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক ও নগদ অর্থ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ১০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।