ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপি নেতা পারভেজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ৫, ২০২১
কিশোরগঞ্জে বিএনপি নেতা পারভেজ গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৫ মে) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (০৪ মে) দিনগত রাত ২টার দিকে তাকে তার জেলা শহরের বয়লা তারাপাশা এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।  

পুলিশ সূত্র জানায়, বিএনপির গত ৩০ মার্চের কর্মসূচি ঘিরে জেলা শহরে চালানো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। ওই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পেনাল কোডে মামলা করা হয়। এ মামলার আসামিদের গ্রেফতার করতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে রাত ২টার দিকে গোলাম মোস্তফা পারভেজকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা পারভেজকে বুধবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০৫, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।