ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ৩, ২০২১
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪

যশোর: যশোরে ছাত্রদলের নেতা নূর ইসলাম রুবেল হত্যা চেষ্টা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (৩ মে) শহরের মোল্লাপাড়া, রেলগেট ও জিলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্ঠা চালানো হয়। এ ঘটনায় রুবেলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় নয় জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।  

গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে ভলেও জানান ওসি তাজুল।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ০৫, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।