ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৩, ২০২১
নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের 

ঢাকা: মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রী বোঝাই স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।  

সোমবার (০৩ মে) এক শোকবার্তায় মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মৃতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

সোমবার (৩ মে) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রী বোঝাই স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০৩, ২০২১
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।