ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর শান্তি-সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিন: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ফেনীর শান্তি-সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিন: নাসিম বক্তব্য রাখছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

ফেনী: প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ‘ফেনীর শান্তি ও সমৃদ্ধি চাইলে নৌকায় ভোট দিতে হবে। এর কোনো বিকল্প নেই।

পৌরবাসীর ভাগ্য পরিবর্তন করবে নৌকা প্রতীকের প্রার্থী। ’

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ফেনী পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুরে মালেক মিয়ার বাজারে ফেনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।  
 
আহমেদ চৌধুরী নাসিম বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচনে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে ফেনী পৌরবাসীর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শাসন ক্ষমতায়, নিজাম উদ্দিন হাজারী ফেনীর সংসদ সদস্য অতএব নৌকার প্রার্থী ছাড়া অন্য কেউ মেয়র হয়ে ফেনী শহরের উন্নয়নে সহযাত্রী হওয়ার খুব বেশি সুযোগ নেই। ’ 

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য যাকে প্রার্থী করে পাঠিয়েছেন দলমত নির্বিশেষে তাকে জয়ী করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। জননেত্রীর প্রার্থীর জয় হলে উন্নয়নে ভাসবে ফেনী। ’

আহমেদ চৌধুরী নাসিম বলেন, ‘এ পৌরসভার মেয়র (চেয়ারম্যান) ছিলেন মরহুম কোব্বাদ আহমেদ, নিজাম উদ্দিন হাজারী। অতীতেও আওয়ামী লীগের প্রার্থীরা ফেনী পৌরসভার জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। ভবিষ্যতেও তার ধারাবাহিকতা থাকবে। ’

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, ১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিক কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম দিদার, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মঞ্জু রাণী ঘোষসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।