ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল সেজে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা, ছাত্রলীগের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
ছাত্রদল সেজে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা, ছাত্রলীগের ২ নেতা আটক আটক ছাত্রলীগের দুই নেতা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ চত্বর থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের ও বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী (২২) এবং বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ও বয়ড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের ৫ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ (২০)।  

জানা গেছে, আটকরা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে অনুপ্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা তীর্থ ও অনিককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।  

কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল আহমেদ জয় বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী দুই নেতা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ বলেন, ‘হট্টগোলের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন ছাত্রলীগের দুই নেতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যান। ’ 

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।