ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

অভিনয় শিল্পে দিলুর নৈপুণ্য ছিল অনবদ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
অভিনয় শিল্পে দিলুর নৈপুণ্য ছিল অনবদ্য

ঢাকা: মঞ্চ ও টেলিভিশনের বরেণ্য অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, প্রয়াত মুজিবুর রহমান দিলু একাত্তরের রণাঙ্গনে যেমন সফল ছিল তেমনি সাফল্য দেখিয়েছেন অভিনয় শিল্পেও। অভিনয় শিল্পে মুজিবুর রহমান দিলুর নৈপুণ্য ছিল অনবদ্য। তার মৃত্যুতে দেশপ্রেমিক এক শক্তিশালী অভিনয় শিল্পীকে হারালো জাতি।

মঞ্চ ও টেলিভিশনের বরেণ্য অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
                               
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।