ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু  হাসানুল হক ইনু 

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে জাসদের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ থেকে হাসানুল হক ইনু করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন। তবে বাড়তি সতর্কতা হিসেবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতেলে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।