ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি বিএনপির লোগো

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করবে বিএনপি।

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

মির্জা ফখরুল বলেন, শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উদযাপনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সমৃদ্ধ বাংলাদেশের রূপকার বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৫তম জন্মদিন। মহান নেতার জন্মবার্ষিকী বিএনপি ও সব অঙ্গসংগঠন সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।