ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ হলো আওয়ামী লীগের অক্সিজেন: এমপি একরামুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ছাত্রলীগ হলো আওয়ামী লীগের অক্সিজেন: এমপি একরামুল

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে-পরে ছাত্রলীগ সকল আন্দোলনের সূতিকাগার। তাই নিজেদের লেখাপড়া শিখে আগামী দিনের জন্য যোগ্য হতে হবে।

ছাত্র রাজনীতির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে।  

সোমবার (০৪ জানুয়ারি) নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একরাম বলেন, ছাত্রলীগ হলো আওয়ামী লীগের অক্সিজেন। ছাত্রলীগের সাংগঠনিক ও মানবিক কর্যক্রমে আওয়ামী লীগ শান্তির নিশ্বাস নিতে পারে। বাংলাদেশের স্বাধীন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা গৌরবোজ্জ্বল। ইতিহাসের মনিকোঠায় ছাত্রলীগ সবসময় জ্বলজ্বল করছে।  

দিনব্যাপী নোয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, তরুণ আওয়ামী লীগ নেতা সাবাব চৌধুরীসহ জেলা পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।