ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় তোফায়েল আহমদসহ ৮৬ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ভোলায় তোফায়েল আহমদসহ ৮৬ জনের নামে মামলা তোফায়েল আহমেদ, নুরুন্নবী চৌধুরী শাওন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আলী আজম মুকুল (বাঁ থেকে)

ভোলা: ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চার সাবেক সংসদ হলেন- ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এদের মধ্যে আলী আজম এবং জ্যাকব কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি দুজন কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ০৫ আগস্টের পর থেকেই এলাকায় নেই তারা।

বুধবার (৪ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৯ সালে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্য এবং ৮৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রদলকর্মী আরিফ হোসেন। সোমবার (২ ডিসেম্বর) তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।