ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি নেতার আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ফেনীতে বিএনপি নেতার আ’লীগে যোগদান ফেনীতে বিএনপি নেতার আ’লীগে যোগদান

ফেনী: ফেনীতে সাহাব উদ্দিন শিকদার নামে এক বিএনপি নেতা আওয়মী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপরে শহরের ট্রাংক রোডে গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবশে ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি আব্দুর রহমান বি.কমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

এসময় তিনি জানান, উন্নয়নের ধারাবাহিকতা এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ দলে যোগ দিয়েছেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সাহাব উদ্দিন শিকদার ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং বিএনপি থেকে মনোনীত শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল করিম, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বি.কম, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা শ্রমিক লীগের সভাপতি সামছুদ্দোহা দুলাল, জেলা কৃষক লীগের আহ্বায়ক জিয়াউল হক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও সদর উপজেলা সভাপতি নুরুল আবছার আপন, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দা জর্জ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।