ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজনগরে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
রাজনগরে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হন।



শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে  উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মিজবাহুদ্দোজা ভেলাই এবং ছামসুল হক গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে ১০ জন আহত হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।