ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে স্থগিত ৪ কেন্দ্রের ভোটগ্রহণ ১২ জানুয়ারি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সৈয়দপুরে স্থগিত ৪ কেন্দ্রের ভোটগ্রহণ ১২ জানুয়ারি

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অনিয়ম ও সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া চারটি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নির্বাচনে মেয়র ও তিনটি সাধারণ কাউন্সিলরের বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে।



সৈয়দপুরে চারটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী এগিয়ে রয়েছেন। এ পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ১৯ হাজার ৯৫৯ ভোট। এদিকে স্থগিত চারটি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪১৮।
সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান ৫ হাজার ৮৬৪। স্থগিত চারটি ভোট কেন্দ্রের নির্ধারিত ভোটগ্রহণের পর চুড়ান্ত ফল ঘোষণা করা হবে।

স্থগিত চারটি কেন্দ্রের মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৩১৪ ভোটসহ মোট ১০ হাজার ৪১৮ জন ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।