ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাভারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সাভারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

সাভার (ঢাকা): জামায়াতের ডাকা হরতালের বিপক্ষে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজার থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাব-উদ্দিন মাদবরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল থেকে সরকারের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবিলম্বে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

এদিকে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুরের চেষ্টার সময় ২ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এর মধ্যে একজন গার্মেন্ট শ্রমিক বলে জানা গেছে।

হরতালে যেকোন ধরনের নাশকতা এড়াতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গুরুপূর্ণ মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।