উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তিনি লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
যুক্তরাজ্যে যাওয়ার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন খালেদা জিয়া, এমনটিই জানিয়েছেন ডা. জাহিদ। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি প্রধান। এয়ার অ্যাম্বুলেন্সে ৬ জন চিকিৎসক থাকছেন খালেদা জিয়ার সঙ্গে। তারা জরুরি সেবার প্রয়োজনে নিয়োজিত থাকবেন।
যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন, তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তাহলে সেখানে যাবেন তিনি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
জানা গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে।
আরও জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন। আর সুস্থ হয়ে ফেরার পথে সৌদি আরবে ওমরাহ করার ইচ্ছা আছে খালেদা জিয়ার।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
টিএ/এমএম