ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খেলাফত প্রতিষ্ঠিত হলে মৌলিক অধিকার নিশ্চিত হবে: আল্লামা ইসমাঈল নুরপুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
খেলাফত প্রতিষ্ঠিত হলে মৌলিক অধিকার নিশ্চিত হবে: আল্লামা ইসমাঈল নুরপুরী

ঢাকা: খেলাফত প্রতিষ্ঠিত হলে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাস থাকবে না, মানুষ মৌলিক অধিকার ভোগ করতে পারবে বলে দাবি করেছেন আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী।

সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন।

 

আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চই। খেলাফতের জন্য যোগ্য ও দক্ষ লোক তৈরির কাজ করছি। খেলাফত প্রতিষ্ঠিত হলে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাস কিছুই থাকবে না। মানুষ ভোগ করতে পারবে মৌলিক অধিকার। প্রত্যেকে পালন করতে পারবে ধর্মীয় রীতি নীতি। সংগঠনের দায়িত্বশীলদেরকে মানুষের কাছে গিয়ে খেলাফতের সুফল তুলে ধরতে হবে।  

তিনি আরও বলেন, ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মুসলমানদের বসতবাড়ি ছাড়া করা হচ্ছে। অথচ ভারত বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মিথ্যা সংবাদ পরিবেশন করে বিশ্বকে ধোঁকা দিচ্ছে। ভারতে মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে হবে। না হয় বিশ্ব মুসলিম ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ভারতের ষড়যন্ত্র দেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ ভারতকে প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে পেতে চায়। বন্ধুসুলভ আচরণ করুন। সীমান্তে বংলাদেশিদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। সীমান্তে নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় ভারতের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।  

তিনি আরও বলেন, দেশের মানুষকে কষ্ট দিতে সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়িয়ে যাচ্ছে। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করুন।

মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহে প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসানের পরিচালনায় দারসে কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী। বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মুহাম্মাদ মা’মু’নু’ল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন।  

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সদ্য যোগদানকারী সাবেক এম পি এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।  

উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি ওজায়ের আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।