ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে জামায়াতের বিভিন্ন ইউনিয়ন-ইউনিট আমিরদের শপথগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
গাংনীতে জামায়াতের বিভিন্ন ইউনিয়ন-ইউনিট আমিরদের শপথগ্রহণ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরদের আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে গাংনীর চৌগাছা দারুল ইয়াতিম এর কনফারেন্স রুমে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম ও বাইতুলমাল সম্পাদক জারজিস হোসাইন।  

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম ও বাইতুলমাল সম্পাদক শামসুল হুদাসহ গাংনী উপজেলার জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্যরা।

শপথগ্রহণ করেন গাংনী উপজেলার ১ নং কাথুলি ইউনিয়নের আমির মো. জাকারিয়া, সাহারবাটি ইউনিয়ন আমির নাজিমদ্দিন, ষোলটাকা ইউনিয়ন আমির আতিয়ার রহমান, রায়পুর ইউনিয়ন আমির হযরত আলী, ধানখোলা ইউনিয়ন আমির আব্দুর রাজ্জাকু, মটমুড়া ইউনিয়ন আমির শামিমুজ্জামান, কাজীপুর ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক, তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান বামুন্দি ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল হোসান হাসান।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীরা আল্লাহর দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।