ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ 

টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় জেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

 

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার হাসিনা সরকার জেলে আটক রেখেছিলেন  আব্দুস সালাম পিন্টুকে। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।  

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মামলা থেকে খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।