ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচার আ. লীগসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি ববি হাজ্জাজের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
স্বৈরাচার আ. লীগসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি ববি হাজ্জাজের

পাবনা: আওয়ামী লীগ তাদের নেতা-কর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, সেজন্য স্বৈরাচার আওয়ামী লীগসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পাবনা জেলা সদরে পিসিসিএসের সম্মেলন কক্ষে এনডিএমের অঞ্চলিক জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ববি হাজ্জাজ আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে এদেশের আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে। গুলি করে মানুষ হত্যা করেছে খুনি হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নতুন বাংলাদেশ পেয়েছি।  

আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে এনডিএমের প্রার্থীরা অংশ নেবেন বলে জানান তিনি। এসময় পাবনা-৩ আসনে দলের প্রতিনিধির নাম ঘোষণা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন এনডিএমের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান। দলের ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মোমিনুল আমিন।  

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরুতেই জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দলের জেলা পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে পাবনা জেলা সদরে কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে গিয়ে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জাহিদু ইসলাম ও মাহাবুব ইসলাম নীলয়ের সমাধিস্থলে শ্রদ্ধা জানান ববি হাজ্জাজ। এসময় সেখানে দোয়া করেন দলের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।