ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

অনুপ্রবেশকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান খোকনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
অনুপ্রবেশকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান খোকনের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমরা এসপি সাহেবকে বলেছি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

যেসব সন্ত্রাসীরা অপরাধ করেছে এবং এখন যে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গোলাম ফারুক খোকন বলেন, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে যারা চাঁদা দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। আমরা নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করবো। এসপি সাহেব মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির কথা আমাদের জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।