ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘুসহ জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সংখ্যালঘুসহ জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

ঢাকা: রাষ্ট্রের সম্পদ, শান্তিশৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় নির্বাহী কমিটি ‘দেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ শীর্ষক’ জরুরি এক বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমাদ কাসেমী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে এবং এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জালেম সরকারের পতন ঘটেছে। এ জালেমের বিদায়ের মাধ্যমে জাতির লুণ্ঠিত মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। অনুগ্রহ করে কারও প্রতি কেউ প্রতিরোধ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন কোনোভাবেই তুলে নেবেন না। যাতে একটু ভুলের কারণে আমাদের অর্জিত এই গৌরবজনক বিজয় লক্ষ্যচ্যুত না হয়ে যায়।

বৈঠকে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আমরা এক নিষ্ঠুর ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পেয়েছি। এ সরকারের শাসনকালে কত মাতা-পিতা তাদের প্রিয় সন্তানকে হারিয়ে বুক চাঁপা আর্তনাদে হাহাকার করেছেন। কত মা-বোন তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম প্রিয় স্বামীকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন, তার কোনো হিসাব নেই। এ খুনি সরকার গত ১৫ বছরে এদেশে ভয়াবহ রকম অসংখ্য গণহত্যা চালিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।