ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আ.লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় জেলা আ.লীগ নেতা নিহত রণজিৎ কুমার বাড়ৈ গামা

গোপালগঞ্জ: মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন।  

শুক্রবার (২২ মার্চ) রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিন বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশোনা শেষে বাসায় ফেরার জন্য বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢ) হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।  

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এএইচএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।