ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

যারা নৌকার টিকিট পেয়েছেন সবাই জয়লাভ করবেন: সাকিব আল হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
যারা নৌকার টিকিট পেয়েছেন সবাই জয়লাভ করবেন: সাকিব আল হাসান

ফরিদপুর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সকিব আল হাসান বলেছেন, দেশে ক্রিকেটসহ যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধুকন্যার দক্ষ নেতৃত্বের কারণেই হয়েছে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আপনারা নৌকায় ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাকিব আল হাসান বলেন, বাংলাদেশ সর্বত্র এগিয়ে যাচ্ছে। সব শেখ হাসিনার অবদান। তাই তো বাংলাদেশের প্রতিটি আসনে যারা নৌকার টিকিট পেয়েছেন তারা সবাই জয়লাভ করবেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।  

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।