ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
নওগাঁয় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

নওগাঁ: নওগাঁ কারাগারে মতিবুল মণ্ডল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মতিবুল জেলার পত্নীতলা উপজেলার পলিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম জানান, বিস্ফোরকসহ ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা ছিল মতিবুলের নামে। গত ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। এরপর তিনি অসুস্থ হলে ১৪ ডিসেম্বর থেকে কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে বেশি অসুস্থ হলে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানজিমুল হক জানান, সকালে বুকে ব্যথা ওঠায় হাসপাতালে ভর্তি করা হয় মতিবুলকে। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।