ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৪ আসনে মনোনয়ন প্রত্যাহার জেপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ঢাকা-১৪ আসনে মনোনয়ন প্রত্যাহার জেপির

ঢাকা: ঢাকা-১৪ আসনের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জেপির সভাপতিমণ্ডলীর সদস্য মোফিজুল হক।

মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ হিসেবে মোফিজুল হক বলেন, ১৪ দলীয় জোট থেকে আমাদের একটি আসন দেওয়া হয়েছে। যেহেতু ঢাকা-১৪ আসনে শেখ শহিদুল ইসলামকে দেওয়া হয়নি, নৌকার প্রার্থী মইনুল হোসেন নিখিলকে দেওয়া হয়েছে। তাই আমরা তার পক্ষে কাজ করবো।

জেপির কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের ২৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন প্রত্যাহার করলেন, বাকি ২২ জন নির্বাচন করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।