ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি, ২০ ডিসেম্বর ভোটের প্রচার শুরু আ. লীগের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি, ২০ ডিসেম্বর ভোটের প্রচার শুরু আ. লীগের

ঢাকা: আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‍্যালি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা জানানো হয়।  

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। মাজার জিয়ারতের পর সমাবেশ হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কথাও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমইউএম/আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।