ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দেড় মাস পর খুলল নওগাঁ বিএনপির কার্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
দেড় মাস পর খুলল নওগাঁ বিএনপির কার্যালয়

নওগাঁ: প্রায় দেড় মাস পর নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় খুলেছে।  

দরোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কার্যালয়ে তালা খুলে ঢুকতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়েও অবস্থান করতে পারেননি। এজন্য প্রায় দেড় মাস ধরে আমাদের পার্টি অফিস বন্ধ ছিল। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি। এর অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপি মানববন্ধন করেছে। এজন্য জেলা এবং বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে কার্যালয় খোলা হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা বিএনপি। মানববন্ধনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।