ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোতালেব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) বিকেল থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত এ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাদিম হোসেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকেলে দুইজন, রাতে একজন ও মঙ্গলবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।