ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জে যুবদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
কালীগঞ্জে যুবদল নেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাসেল মিয়া (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।

আটক রাসেল মিয়া উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার মৃত আবদুল বাছেদ আলীর ছেলে। তিনি চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

ওসি ইমতিয়াজ কবির জানান, অবরোধের নামে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দেওয়া, নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগে রাসেল মিয়ার নামে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।