ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধ-বৃষ্টির প্রভাব নেই সিরাজগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
হরতাল-অবরোধ-বৃষ্টির প্রভাব নেই সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ: বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধ ও বামজোটের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি সিরাজগঞ্জে। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যেও জেলা শহরে সবকিছু রয়েছে স্বাভাবিক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দূরপাল্লার বাস না চললেও পণ্যবাহী পরিবহন এবং লোকাল গাড়ি চলছে।  

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শহরের দোকানপাট খুলতে থাকে। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্যেও সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা-ভ্যানসহ তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। চলতে দেখা যায় পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপভ্যান। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায়ই হয় যানজট। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কেও পণ্যবাহী যানবাহন চলতে দেখা গেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, শহরে হরতালের কোনো প্রভাব নেই। সবকিছু স্বাভাবিক রয়েছে। পুরো শহরজুড়ে পুলিশ কঠোর নিরাপত্তা জোরদার করেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, হরতাল অবরোধ থাকলেও মহাসড়কে পণ্যবাহী ট্রাক, পিকআপভ্যান, কাভার্ডভ্যানসহ তিন চাকার গাড়ি (থ্রি-হুইলার) চলাচল করছে। স্বাভাবিক দিনের থেকে কম হলেও মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ছোট ছোট গণপরিহবন চলাচল করছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শিফটে ৭২ জন র‌্যাব সদস্য টহল ডিউটি করছে। প্রতি শিফটে টহল ডিউটিতে রয়েছেন ২৪ জন সদস্য।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় দুই শিফটে ৯০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মোবাইল টিম, পিকেট টিম, স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকধারী পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।