ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঢাকা: নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার যুবদলের সাধারণ সম্পাদক টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা ও সহিংসতার’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ৩৩ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর থেকে এদিন পর্যন্ত ৪২৬ জনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।