ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাটের ২ লাখ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাটের ২ লাখ নেতাকর্মী

বাগেরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগেরহাটের অন্তত দুই লাখ নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন।

সোমবার (১৩ নভেম্বর) ভোর থেকেই বিভিন্ন বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ ৩ হাজার যানবাহনে নেতাকর্মীরা খুলনায় পৌঁছেছেন।

এছাড়া শরণখোলা ও মোরেলগঞ্জ থেকে কিছু নেতাকর্মী লঞ্চ ও ট্রলারেও খুলনায় গেছেন।

এদিকে দীর্ঘদিন পরে সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বাগেরহাটেও। জেলা শহরসহ উপজেলায় ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, তোরণ ও চোখ ধাঁধানো আলোকসজ্জায়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগেরহাটবাসীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এ জেলা থেকে দুই লাখের বেশি দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার জনসভাটি গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক-নির্দেশনা শুনতে দলীয় নেতাকর্মীও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।