ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অবরোধে পৃথক স্থানে দুই বাসে আগুন ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

সোমবার (১৩ নভেম্বর) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের নেতৃত্বে এ মিছিল হয়।



এ সময় আগুনসন্ত্রাসীদের তীব্র ভাষায় ভর্ৎসনা করেন তিনি। পাশাপাশি আগামীতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা হলে কঠোরভাবে দমনের ঘোষণা করেন তিনি।

মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, শিল্প বাণিজ্যিকবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শিলু, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সস্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকতারুল ইসলাম রয়েল, সাব্বির আহম্মেদ সাগর, নুরুল জামান শেখ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন সানি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিরর হোসেন রনি, শফিউল বাশার বাবু, আরমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।