ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে তাঁতী লীগের বিক্ষোভ সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
নবাবগঞ্জে তাঁতী লীগের বিক্ষোভ সমাবেশ

নবাবগঞ্জ (ঢাকা): বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, হরতাল-অবরোধের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাঁতী লীগ।  

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরের দিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্বরে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।  

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে অপরাজনীতি চলতে দেওয়া যাবে না। সাধারণ মানুষের পেটে লাথি মেরে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের জনগণ ভোটের মধ্যে দিয়ে এর জবাব দেবে।  

উপজেলা তাঁতী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ সমাবেশে সভাপতিত্ব করেন।  

উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির।  

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ, সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, শাহীন খানসহ অ্যাড ইমরান হোসেন, ইউসুফ হারুন টিপু, এমকেএম মনিরুজ্জামান তুহিন,  বার্নার্ড তপন গোমেজ, শামীমূল আহাদ রনক, কৃষক লীগের সাদের হোসেন বুলু, স্বেচ্ছাসেবক লীগের  দিলিপ মণ্ডল, মৎস্যজীবী লীগের ফারুক মোল্লা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।