ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধের প্রতিবাদে ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের বিক্ষোভ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
অবরোধের প্রতিবাদে ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের বিক্ষোভ

পাবনা (ঈশ্বরদী): বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের নেতারা।  

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের আয়োজনে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফের নির্দেশক্রমে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এসময় বিক্ষোভ মিছিলটির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোকলেছুর রহমান মিন্টু। পরে মিছিলটি ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট ট্র্যাফিক মোড়ে পথ সমাবেশ করে।

সমাবেশে ঈশ্বরদী পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা ছাত্রলীগের নেতাকর্মীরা বয়কট বিএনপি, বিএনপিকে না বলি লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবৈধ অবরোধ মানি না, মানবো না স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস, ছাত্রলীগের নেতা আদিত্য ইসলাম, ওমর ফারুক সবুজ, ইমন হোসেন মুবিন, রেজাউল ইসলাম রেজা, আতিকুর রহমান জিতু, শাকিল হোসেন, সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতারা।  

পথ সমাবেশে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ বলেন, অবরোধের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। নির্বিঘ্নে যেন ছোট-বড় যানবাহনগুলো সড়কে মহাসড়কে চলাচল করতে পারে, কারো জানমালের যেন কোনো ক্ষতি না হয়। তাই আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা মাঠে রয়েছে। কেউ কোনো সহিংসতার চেষ্টা করলে ছাত্রলীগ রাজপথে তা প্রতিহত করবে।  

এদিকে অবরোধের প্রতিবাদে উপজেলার পাকশী, সাঁড়া, দাশুড়িয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতারা। অবরোধে ঈশ্বরদী উপজেলায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।