ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
ফেনীতে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ফেনী: অবরোধের সমর্থনে রোববার (৫ নভেম্বর) সকালে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপি-জামায়াতের আহ্বানে দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ ফাঁকা দেখা গেলেও দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে কিছু মালবাহী পরিবহন চলছে।

এছাড়া মহিপাল এলাকায় বাস কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছেন। ফেনী থেকে ছেড়ে যায়নি স্টারলাইন বাসসহ অন্য কোনো দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন। তবে ফেনী শহর ও উপজেলা শহরগুলোতে স্বল্প পরিসরে চলছে থ্রি হুইলার।  

এদিকে সকাল ৮টার দিকে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। মিছিলটি ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্কুলের সামনে এসে রামপুরের দিকে গিয়ে শেষ হয়।  

মিছিলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।  

অপরদিকে সকালে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও মোরশেদ আলম মিলনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর অংশে অবরোধের সমর্থনে মিছিল ও সড়কে অবস্থান নেয় ছাত্রদল।

এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, শওকত আলী জুয়েল, রশীদ আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, মেজবা মিয়াজী, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম আহ্বায়ক রহমান, সানী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, রাজিব, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া অবরোধের সমর্থনে শনিবার (৪ নভেম্বর) রাতে সড়কে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় তারা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে।

বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, অবরোধের নামে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।