ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলাহাটে মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ভোলাহাটে মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ মোসা. শাহনাজ খাতুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাকে গ্রেপ্তার করে ভোলাহাট থানা পুলিশ।

গত ১৫ আগস্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় আইসিটি আইনে মামলা করেন। ওই মামলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন ৫ নম্বর আসামি।  

এসআই মোস্তাফিজুর রহমান জানান, মোসা. শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানায় মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

এছাড়া শিবগঞ্জ থানা পুলিশ একজন ও নাচোল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।