ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) রাত পর্যন্ত জেলার উল্লাপাড়া, সলঙ্গা, রায়গঞ্জ, বেলকুচি, এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, বিএনপির এক কর্মী গ্রেপ্তার হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে কৈজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।