ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
গৌরনদীতে বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ধানডোবা এলাকা থেকে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে।



গ্রেপ্তারকৃতরা হলেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল সিকদারের ছেলে জহিরুল ইসলাম, বাশাইল গ্রামের হাদিস ঘরামীর ছেলে পলাশ ঘরামী ও একই এলাকার মৃত মুজাহারুল ইসলামের ছেলে সোহেল মোল্লা।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গত দেড় মাস আগে একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামিকে রোববার (২৯ অক্টোবর) রাতে পশ্চিম ধানডোবা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।