ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
খাগড়াছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।  

সোমবার (৩০ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারসহ ৪৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে।

 খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেন।  

এদিকে মানিকছড়ি ও মাটিরাঙ্গা থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।  

বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বিএনপি।

গ্রেপ্তারকৃত হলেন, জেলার মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপিরসহ শ্রমবিষয়ক সম্পাদক মো. নওশাদ হোসেন, রামগড় পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, রামগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহার মিয়া, রামগড় সদর ইউনিয়নের সদস্য কাজী ইব্রাহিম, লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলী, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো.আব্দুল কাদের, মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. শাহ জাহান, পানছড়ি উপজেলা যুবদলের সদস্য জব্বার আলী ও পানছড়ির তিন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া।

পুলিশের গায়েবি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।