ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাপা চট্টগ্রাম মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
জাপা চট্টগ্রাম মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাপা চট্টগ্রাম মহানগর শাখার ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। সোমবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর চট্টগ্রাম শহরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

সম্মেলন কাউন্সিলর ও ডেলিগেটরা সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পদে মোহাম্মদ সোলায়মান আলম শেঠ সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ এয়াকুব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আবু জাফর মাহমুদ কামালের নাম প্রস্তাব করেন।

এ প্রস্তাবনার আলোকে জাতীয় পার্টির চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর শাখার ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।