ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা: বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (শুক্রবার)। ১৯৯২ সালের ২৫ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

 

মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান জানান, ১৯৯২ সালের ২৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলটির তৎকালীন নেতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদের তত্ত্বাবধানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।  

অলি আহমদ পরবর্তী সময়ে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে এলডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, যে দলটি বর্তমানে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।