ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগের চেয়ে সুস্থ খন্দকার মোশাররফ, দেশে ফিরবেন শিগগির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আগের চেয়ে সুস্থ খন্দকার মোশাররফ, দেশে ফিরবেন শিগগির

ঢাকা: আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফ হোসেনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন তার ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন।

 

ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ। ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরএইচ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ