ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রূপসায় দুই যুবলীগ নেতা বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রূপসায় দুই যুবলীগ নেতা বহিষ্কার তারেক আজিজ ও আশিক ইকবাল (বাঁ থেকে)

খুলনা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক বিবৃতি দিয়ে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে খুলনার রূপসা নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ ও সিনিয়র সহ-সভাপতি আশিক ইকবালকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৯আগস্ট) রাতে এ তথ্য জানানো হয়।

 

ওই বহিষ্কার পত্রে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য খুলনা জেলা যুবলীগকে সুপারিশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।